মানুষের ত্বকের রং নির্ভর করে কোন উপাদানটির উপর? মানুষের গায়ের রং নির্ভর করে চামড়ার মেলানিনের উপস্থিতির উপর। চামড়ার মেলানোসাইট নামক এক প্রকার কোষ মেলানিন তৈরি করে। চামড়ার মেলানিরে পরিমাণ বেশি থাকলে গায়ের রং কালো হয় আর মেলানিন কম থাকলে গায়ের রং ফর্সা হয়। জানা-অজানা