১) রক্তস্রাবঃ গর্ভাবস্থায় রক্তস্রাব, প্রসবের সময় বা প্রসবের পরে খুব বেশি রক্তস্রাব, গর্ভফুল না পড়া।
২) তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, হাতে পায়ে পানি আসাঃ গর্ভাবস্থায়, প্রসবের সময় বা প্রসবের পরে তীব্র মাথা ব্যথা, চোখে ঝাপসা দেখা, হাতে পায়ে পানি আসা।
৩) ভীষণ জ্বরঃ গর্ভাবস্থায় বা প্রসবের পরে তিন দিনের বেশি জ্বর ও দুর্গন্ধযুক্ত স্রাব।
৪) বিলম্বিত প্রসবঃ ১২ ঘণ্টার বেশি প্রসব ব্যথা থাকা, প্রসবের সময় বাচ্চার মাথা ছাড়া অন্য অঙ্গ আগে বের হওয়া।
৫) খিঁচুনিঃ গর্ভাবস্থায়, প্রসবের সময় বা প্রসবের পরে খিঁচুনি।