১ ভরি সোনা কত গ্রাম?

১ ভরি সোনা কত গ্রাম?

বাংলাদেশে স্বর্ণের ওজন পরিমাপের একক হিসেবে "ভরি" ব্যবহৃত হয়। ১ ভরি সোনা কত গ্রাম? এই প্রশ্নের উত্তর হল ১ ভরি সোনা ১১.৬৬ গ্রাম।

ভরির পরিচয়

ভরি হল স্বর্ণের ওজন পরিমাপের একটি প্রাচীন একক। প্রাচীনকালে ১ টাকার সমপরিমাণ বা আঞ্চলিক ভাষায় কাঁচা পয়সাকে ভরির একক হিসেবে মূল্যায়িত করা হতো। ভরির ক্ষুদ্রতম একক রতি। ৬ রতি সমওজনে ১ আনা এবং ১৬ আনায় ১ ভরি হয়।

আন্তর্জাতিকভাবে ভরি

আন্তর্জাতিকভাবে স্বর্ণের ওজন পরিমাপের একক হল গ্রাম। ১ গ্রামে প্রায় ০.০০৯৮৯ ডলারের সমান মূল্য।

বাংলাদেশে ভরির দাম

বাংলাদেশে স্বর্ণের দাম নিয়মিত পরিবর্তিত হয়। প্রতিদিন সকাল ৭টায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি সোনার দাম ঘোষণা করে। আজ, ২০২৪ সালের ৩০ জানুয়ারি, ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ১১ হাজার ৫০০ টাকা (প্রতি ভরি)।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts