বাংলাদেশে মানসিক রোগের বিস্তৃতি

সম্প্রতি দেশব্যাপী পরিচালিত মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণায় দেখা যায় বাংলাদেশে ১৮ বছরের উর্ধ্বে জনসংখ্যার ১৬.১ শতাংশ মানসিক রোগে ভুগছেন। এর মধ্যে মহিলাদের মাঝে ১৮.১ শতাংশ এবং পুরুষের মাঝে ১২.৯ শতাংশ। 

জনসংখ্যারর হিসাবে দেশব্যাপী বর্তমানে চিকিৎসার প্রয়োজন এমন মানসিক রোগীর সংখ্যা প্রায় ১ কোটি ২৭ লক্ষ। 

অনেক মানসিক রোগ আছে যা মনের লক্ষণের চেয়ে শারীরিক লক্ষণের মাধ্যমে বেশি প্রকাশ পায়। এক্ষেত্রে প্রায়ই অপ্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা এবং অনির্ধারিত ঔষধ প্রেসক্রিপশন করা করা হয়।

ফলে রোগ ভাল হয় না এবং রোগী বিভিন্ন চিকিৎসকের শরণাপন্ন হন। হতাশা এবং অপ্রতুল চিকিৎসা এই ঘূর্ণীচক্রের মধ্যে রোগী হাবুডুবু খেতে থাকে।

মানসিক রোগের লক্ষণ সাধারণত শারীরিক কোনো পরীক্ষা বা এক্স-রে করে ধরা যায় না। রোগীর বিভিন্ন ব্যবহারিক উপসর্গ দ্বারা মানসিক রোগকে চেনা যায়। কিন্তু মাঝে মাঝে শারীরিক পরীক্ষা-নিরীক্ষাসহ কিছু ল্যাবরেটরি পরীক্ষার প্রয়োজন হয়। 

জটিল মানসিক রোগীকে নিকট আত্মীয়রা সহজেই বুঝতে পারেন তিনি মানসিক সমস্যায় ভুগছেন। অপরদিকে মৃদু মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিকে অনেক সময় নিকট আত্মীয়রাও বুঝতে পারেন না। মৃদু মানসিক রোগ ঘুণে ধরা বা কুঁরে কুঁরে খাওয়ার মতো।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts