ডিমেনশিয়া কার হতে পারে?

ডিমেনশিয়া বা স্মৃতিভ্রংশ রোগ যে কোন জাতির, ধর্মের, লিঙ্গের বা জাতীয়তার মানুষের হতে পারে। যুক্তরাজ্যে ৮৫০,০০০ (আট লক্ষ পঞ্চশ হাজার) মানুষের ডিমেনশিয়া আছে, যার মধ্যে ২৮,০০০ (আটাশ হাজার) মানুষ কৃষ্ণাঙ্গ, এশীয় ও সংখ্যালঘু জাতিগত জনগোষ্ঠীর। ধারণা করা হচ্ছে ২০২৬ সাল নাগাদ সংখ্যালঘু জাতিগত জনগোষ্ঠীর মধ্যে ডিমেনশিয়া রোগীর এ সংখ্যা দ্বিগুণ হয়ে যাবে।

উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, স্ট্রোক, হৃদরোগ ইত্যাদি ডিমেনশিয়া রোগ হবার জন্য খুব বেশি ঝুঁকির কারণ। আর এসব ঝুঁকি এশীয় এবং কৃষ্ণাঙ্গ ক্যারিবিয়ন জাতিগত জনগোষ্ঠীর মধ্যে বেশি থাকার দরুন তাদের ডিমেনশিয়া রোগ (বিশেষত ভাস্কুলার ডিমেনশিয়া) হবার সম্ভাবনা বেশি।

যদিও জীবনশৈলীতে কিছু পরিবর্তন, ব্যায়াম আর সুষম খাদ্যাভ্যাসের মাধ্যমে এসব ঝুঁকি অনেকটাই কমিয়ে আনা সম্ভব। আর এভাবেই কৃষ্ণাঙ্গ, এশীয় ও সংখ্যালঘু জাতিগত জনগোষ্ঠীর লোকজন নিজেদেরকে ডিমেনশিয়া রোগের বেশি ঝুঁকির হাত থেকে রক্ষা করতে পারে।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts