মানসিক রোগ কি?

শরীর ও মন নিয়েই একজন পূর্ণাঙ্ক মানুষ। মানুষের যেমন শারীরিক রোগ হয় তেমনি মনেরও রোগ হতে পারে। বিভিন্ন অস্বাভাবিক পরিস্থিতিতে শরীর যেমন অসুস্থ হয়ে পড়ে তেমনি বিভিন্ন কারণে মনও খারাপ হতে পারে, এমনকি মনের অসুখও হতে পারে। অস্বাভাবিক আচরণ ছাড়াও মনের অসুখ প্রায় বিভিন্ন শারীরিক লক্ষণ নিয়ে প্রকাশ পায়।

আমরা জীবনের বিভিন্ন সময় বিভিন্ন কারণে ভাবাবেগে আচ্ছন্ন হয়ে পড়ি। কখনো বা দুঃখ পাই, কখনো বা রাগ প্রকাশ করি। 

এই উপসর্গগুলো দীর্ঘস্থায়ী হয় না এবং স্বাভাবিক জীবনযাত্রায় বিশেষ কোনো বাধার সৃষ্টি করে না। এইগুলোকে আমরা মানসিক রোগ বলি না।

মানসিক রোগ বলবো যখন-

১) কারো চিন্তার পরিবর্তন, আবেগের পরিবর্তন, স্মৃতিশক্তির পরিবর্তন, বিচার বিবেচনা বা বোঝার পরিবর্তন হয় এবং তা তার কথাবার্তা বা আচরণে প্রকাশ পায়।

২) এই পরিবর্তনের কারণে যদি আশপাশের লোক কষ্ট পায় বা আক্রান্ত ব্যক্তি নিজে কষ্ট পায়।

৩) আচার-আচরণের পরিবর্তনের ফলে যদি তার দৈনন্দিন কাজ-কর্মের ব্যাঘাত ঘটে, আহার ও নিদ্রার পরিবর্তন ঘটে, লোকজনের সাথে মেলামেশায় ব্যাঘাত ঘটে অর্থাৎ এক কথায় সামাজিক ও পেশাগত সমস্যা হয়।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts