মানসিক রোগের ধরন

মানসিক রোগের সাধারণ প্রকারভেদ নিম্নরূপ-

ক) লঘু বা মৃদু মানসিক রোগ

১. টেনশন বা উদ্বেগ আধিক্য রোগ

২. হিস্টিরিয়া

৩. অপসেশন বা শুচিবায়ু রোগ

৪. ফোবিয়া বা অহেতুক ভীতিরোগ

৫. শরীরের রোগ নিয়ে অতিরিক্ত চিন্তা (হাইপোকনড্রিয়াসিস)

৬. ধাতুগত রোগ

খ) গুরু বা জটিল মানসিক রোগ

১. সিজোফ্রেনিয়া

২. ডিপ্রেশন বা বিষণ্নতা রোগ

৩. ম্যানিয়া

৪. ম্যানিক ডিপ্রেসিভ রোগ

৫. প্রসবোত্তর মানসিক ব্যাধি।

গ) শিশু-কিশোরদের মানসিক রোগ

১. অতিমাত্রায় চঞ্চলতা

২. আচরণগত সমস্যা

৩. বিছানায় মল-মূত্র রোগ

৪. স্কুল পালানো / স্কুলভীতি

৫. অস্তিরতা বা টেনশন রোগ

৬. ক্ষুধামন্দা ও খাবারের প্রতি অনিচ্ছা রোগ

৭. শিশু বিকাশে সমস্যা: অটিজম সমস্যা।

ঘ) প্রবীণদের মানসিক সমস্যা

১. স্মৃতিভ্রম

২. বিষণ্নতা

৩. শারীরিক রোগের কারণে মানসিক সমস্যা

৪. পূর্ব থেকে বিদ্যমান মানসিক রোগ

ঙ) অন্যান্য মানসিক সমস্যা

১. মাদকাসক্তি

২. মৃগীরোগ ও মৃগীজনিত মানসিক রোগ

৩. বুদ্ধি প্রতিবন্ধীতা।

Premium By Raushan Design With Shroff Templates

Related Posts